ইসলামী ঐক্য আন্দোলন । নবুওয়াতি ধারার খেলাফতি আন্দোলন।

হিন্দুত্ববাদি সাংস্কৃতির অনুশীলনে মুসলমানকে বাধ্য করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়ঃ ইসলামী ঐক্য আন্দোলন

বর্ষবরণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রার নির্দেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর মাওঃ আঃ আজিজ, সিনিয়র নায়েবে আমির মাওঃ আজিজুল হক মুরাদ ও সেক্রেটারি জেনারেল মাওঃ মোঃ ইসমাঈল ফারুক।এক যুক্ত বিবৃতিতে তারা বলেন বর্ষবরণের নামে ভিনদেশী হিন্দুত্ববাদি সংস্কৃতি অনুশীলনে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানকে বাধ্য করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা বলেন নতুন বছরের প্রথম দিন মঙ্গল কামনার নামে যে সকল সাপ, বিচ্ছু, কুমির ও বিভিন্ন দেব-দেবীর বড় বড় মূর্তি নিয়ে শোভাযাত্রা বের করা হয় তা মুলত হিন্দু সম্প্রদায়ের সংস্কৃতি অংশ।মুসলমানদের বিশ্বাস মতে ভাল-মন্দ, মঙ্গল-অমঙ্গল সব কিছুই আল্লাহর হুকুমেই সংঘটিত হয়ে থাকে। মুসলমানকে মঙ্গল ও কল্যান কামনা করতে হবে একমাত্র আল্লাহ্‌র কাছে।আল্লাহ ব্যাতিত অন্য কারও কাছে যেমন কোন জীবজন্তু, বন্যপ্রাণী ও দেবদেবীর মূর্তির কাছে কল্যাণ ও মঙ্গল কামনা করলে একজন মুসলমানের ঈমান থাকবে না।

তারা আরও বলেন স্থানীয় ও লোকজ সংস্কৃতি সাথে ইসলামের কোন বিরোধ নেই। যে পর্যন্ত ইসলামের গণ্ডির মধ্যে থাকেবে, শিরক থাকবেনা সে পর্যন্ত ইসলাম অনুমোদন দেয়। মঙ্গল শোভাযাত্রায় যে সকল প্রানি, দেবদেবীর মূর্তি সাথে নিয়ে মঙ্গল কামনা করা হয় তা প্রকাশ্য শিরক।

বিবৃতিতে তারা নব্বই ভাগ মুসলিম অধ্যুষিত এদেশে ঈমান-আক্বীদা বিরোধী শিরকী এসব প্রথা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Share:

চীনে দাড়ি ও হিজাবের ওপর নিষেধাজ্ঞা করে এক কোটি মুসলমানের অধিকার হরণ করা হয়েছেঃ ইসলামী ঐক্য আন্দোলন

চীনের মুসলিম অধ্যুষিত এলাকা জিনজিয়াং প্রদেশে পুরুষদের বড় দাড়ি ও নারীদের হিজাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রদেশের এক কোটি মুসলমানের  অধিকার হরণ করা হয়েছে।ইসলামী ঐক্য আন্দোলনের আমীর মাওঃ আঃ আজিজ, সিনিয়র নায়েবে আমির মাওঃ আজিজুল হক মুরাদ ও সেক্রেটারি জেনারেল মাওঃ মোঃ ইসমাঈল ফারুক এক যুক্ত বিবৃতিতে একথা বলেন।

তারা বলেন চীনের নিষেধাজ্ঞা মুসলমানদের সম্মান,ব্যক্তিত্ব এবং পরিচয়ের ওপর বড় ধরনের আঘাত।এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য মুসলমান নাগরীকদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গোটা মুসলিম বিশ্বের সরকারপ্রধানদের উচিত তীব্র প্রতিবাদ করা এবং জাতিসংঘের মাধ্যমে চীনের উপর চাপ প্রয়োগ করা।
Share:
Education/hot-posts

Blogroll

BTemplates.com