ইসলামী ঐক্য আন্দোলন । নবুওয়াতি ধারার খেলাফতি আন্দোলন।

এডভোকেট ওমর আলী খানের ইন্তেকালে ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দের শোক প্রকাশ

ইসলামি ঐক্য আন্দোলনের নায়েবে আমির জনাব এডভোকেট ওমর আলী খান গত ০৮/০১/২০১৭ তারিখ রোজ রবিবার দুপুর ১২ টায় ময়মনসিংহ শহরস্থ নিজ বাস গৃহে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম এড. ওমর আলী খান ময়মনসিংহের গফরগায়ে ঐতিহ্যবাহী খান পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন শেষে শিক্ষতার মাধ্যমে তার কর্মজীবনের শুরু হয়। পরবর্তীতে ময়মনসিংহ কোর্টে আইন পেশা শুরু করেন। আমৃত্যু তিনি বাংলাদেশ সুপ্রিমকোর্টে সিনিয়র আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। একই সাথে ইসলামী ঐক্য আন্দোলনের বিভিন্ন দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে ইসলামী ঐক্য আন্দোলনের আমীর মাওঃ আঃ আজিজ, সিনিয়র নায়েবে আমির মাওঃ আজিজুল হক মুরাদ, নায়েবে আমির ড. মাওঃ এ কে এম মাহবুবুর রহমান, সেক্রেটারি জেনারেল মাওঃ মোঃ ইসমাঈল ফারুক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওঃ আব্দুল হামিদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, মরহুম এডভোকেট ওমর আলী খান একনিষ্ঠভাবে ইসলামের প্রচার-প্রসার, দ্বিনি দাওয়াত ও দ্বীন কায়েমের প্রচেষ্ঠায় নিয়জিত ছিলেন। বিশেষত দেশের আইনজীবী মহলে দ্বীনি দাওয়াতের কাজে নিরলস পরিশ্রম করেছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজনএকনিষ্ঠ ইসলামী নেতাকে হারালো। নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের নাজাত ও উচ্চতর মর্যাদা লাভের জন্য দোয়া করেন।

Share:
Education/hot-posts

Blogroll

BTemplates.com